Site icon Jamuna Television

লকডাউন শিথিল করছে পর্তুগাল, চলেছে ছোট পরিসরে কনসার্টও

জহুরুল ইসলাম মুন, লিসবন:

দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করছে পর্তুগাল। আজ সোমবার (৫ এপ্রিল) দেশটিতে লকডাউনের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

এদিন থেকে নির্দিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রাথমিক, দ্বিতীয় এবং তৃতীয় সার্কেলের শিক্ষা প্রতিষ্ঠান, কফি শপ ও রেস্টুরেন্ট, খেলাধুলা কার্যক্রম, শরীর চর্চা কেন্দ্র, জাদুঘর ও রাজপ্রাসাদসহ বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র খুলে দেওয়া হবে।

এদিকে গতকাল রোববার লিসবনে মারতিম মুনিজ স্কয়ারে শপা দ্যা পেদ্রো অ্যাসোসিয়েশনের আয়োজনে ড্যান্স ও ছোট পরিসরে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। যা দিয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেবার জানান দিচ্ছিলো তারা।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা ১ এপ্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, পরিকল্পনা অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। তবে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, বিশ্ব যেখানে নতুন করে বিধি-নিষেধ আরোপ করছে, আমরা তখন স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি। এটি আমাদের জন্য গৌরবের।

ইউএইচ/

Exit mobile version