Site icon Jamuna Television

৫৪ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো বাংলার নারী ক্রিকেটাররা

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে ১৯৫ রান তোলে বাংলাদেশেরে মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪১ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকা।

সিলেটে মুর্শিদার ৩৬, শামিমার ৩৪ ও ফারজানা হকের অপরাজিত ৭২ রানের দরুণ ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা।

জবাব ১৯৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে স্টেইনের ৪১, সিরলির ১৫, ক্রিস্টির ১৩, আর বোসের ১৬ রান করলেও দলের জয়ের জন্য অবদান রাখতে পারেননি কোন ক্রিকেটার। ফলে ৪৪ দশমিক ৫ ওভারে মাত্র ১৪১ রানেই থেমে যায় অতিথিদের ইনিংস। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন জাহানারা।

সালমা নিয়েছেন একটি উইকেট। টাইগ্রেসদের এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

Exit mobile version