Site icon Jamuna Television

বইমেলায় বেড়াতে নয়, বই কিনতে যেতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বইমেলায় বেড়াতে যাওয়া যাবে না, বই কিনতে যেতে হবে। লক ডাউন হলেও মেলায় রিক্সায় যেতে পারবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার বিকেলে সাংবাদিকদের এক ব্রিফিংকালে এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, গণপরিবহন বন্ধ থাকলেও রিকশায় চলাচল করা যাবে। তাই বইমেলায় যেতে পারবেন সবাই।

প্রতিমন্ত্রী বলেন, বইমেলাটা খোলা রাখা হয়েছে কারণ গণপরিবহন চলছে না কিন্তু রিকশা চলছে তাই। আর রিকশার ওপরে আমাদের কোন বিধি নিষেধ নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন রিকশা নিরাপদ বাহন। কারণ চালক ও যাত্রীর মাঝে ন্যুনতম তিন ফুট দূরত্ব বজায় থাকে এক্ষেত্রে। আর রিকশার হুডও খোলা থাকে।

তিনিই বলেন, বইমেলায় যাতে কেউ বেড়াতে যেতে না পারে। যারা বই কিনবে তারাই বইমেলায় যাবেন। কিন্তু সেটা বিনোদন হিসেবে নেয়া যাবে না। এটা ঘুরতে বেড়ানোর জায়গা নয়। সবাই স্বাস্থ্যবিধি মেনে বই কিনে ফিরে যাবেন।

প্রতিমন্ত্রীর ভিডিওটি দেখতে ক্লিক করুন।

Exit mobile version