Site icon Jamuna Television

২০২৩ বিশ্বকাপ জিতবে বাংলাদেশ, মনে প্রাণে বিশ্বাস মাশরাফীর

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দল গুছানো শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে তারুণ্যের ছোঁয়া আনতে দল থেকে বাদ দেওয়া হয়েছে মাশরাফীকে। তাকে ছাড়া বিশ্বকাপে দল কেমন করবে সেই প্রশ্ন ম্যাশকেই করেছিলো যমুনা টেলিভিশন। এর উত্তরে তিনি বলেছেন যে দলে সাকিবের মত বিশ্বসেরা খেলোয়াড় রয়েছে সে দল অবশ্যই বিশ্বকাপ জিতবে। এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেই ট্রফি উচিয়ে ধরবে বাংলাদেশ এমটাই বিশ্বাস করেন ম্যাশ।

মাশরাফী বলেন, আমাদের দলে বিশ্বসেরা অলরাউন্ডার রয়েছে যে কিনা রেকর্ডের দিক দিয়ে ইমরান খান, ইয়ান বোথাম ও কপিল দেবের চাইতেও এগিয়ে রয়েছে তার দল বিশ্বাকাপ জিতবে না এটা আমি বিশ্বাস করি না।

আমি ২০১৯ সালেই বলে রেখেছিলাম, এখনও বলছি এবং যেদিন বিশ্বকাপ শুরু হবে সেদিনও বলবো বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। ২০২৩ সালে বাংলাদেশের সেমিফাইনাতো নিশ্চিত। টাইগারদের সাবেক নেতা মাঠে না খেলতে পারলেও মাঠের বাইরে থেকেও নিশ্চয় দলকে সাপোর্ট করবেন এটাই বিশ্বাস ক্রিকেট ভক্তদের।

Exit mobile version