Site icon Jamuna Television

ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট-ইফাদ এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চার দিনের সফরে আজ ইতালিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ঢাকা ছেড়েছেন তিনি।

সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগদান করবেন।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিতেও যাবেন শেখ হাসিনা। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Exit mobile version