Site icon Jamuna Television

চাঁদপুরে ঝড়ে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

ঝড়ে নিখোঁজের দুদিন পর চাঁদপুরের মেঘনা নদীর চরভৈরবী এলাকা থেকে তিন জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী ও আনোয়ার দেওয়ান। এ ঘটনায় আরও দুইজন জেলে নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকৃত জেলেরা গোবিন্দপুর গ্রামের ১৩ নং হানারচর ইউনিয়নের বাসিন্দা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতিটি জেলে পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

Exit mobile version