Site icon Jamuna Television

বরিশালে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে দোকান মালিক ও কর্মচারীরা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানায় তারা।

সকালে নগরীর চকবাজার এলাকায় নিয়মিত অভিযানে যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে দোকান মালিক ও কর্মচারীরা।

তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয় কাটপট্টি, গির্জা মহল্লা, পদ্মাপতি ও মহসিন মার্কেট এলাকার ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নেয়।

তারা স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বর ত্যাগ করেন।

Exit mobile version