Site icon Jamuna Television

লকডাউ‌নের প্রতিবা‌দে পটুয়াখালী‌তে ব্যবসায়ী‌দের বি‌ক্ষোভ

পটুয়াখালী প্রতি‌নি‌ধি:

পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ী সমিতি ও শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট থেকে মিছিল বের করেন ব্যবসায়ীরা সমিতি ও শ্রমিক-কর্মচারীরা। পাঁচ শতাধিক ব্যবসায়ী নেতৃবৃ‌ন্দের মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন নিউ মার্কেট বাজার সমিতির সভাপতি মনির হোসেন তালুকদার, পটুয়াখালী গার্মেন্ট সমিতির সভাপতি আলহাজ্ব হেমায়েত শিকদার ও সৈয়দ হাফিজুর রহমান প্রমুখ।

Exit mobile version