Site icon Jamuna Television

দেশের সকল কওমি মাদ্রাসা বন্ধের জরুরি নির্দেশ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে খোলা রাখা দেশের বিভিন্ন আবাসিক-অনাবাসিক কওমি মাদ্রাসা বন্ধের জরুরি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এতিমখানা এর আওতামুক্ত থাকবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। বলা হয়, বর্তমানে দেশে লকডাউন বলবত আছে। সরকার ২২ মে পর্যন্ত দেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্ত সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে এখনো কিছু আবাসিক-অনাবাসিক মাদ্রাসা খোলা রয়েছে বলে জানা যায় যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

আরও বলা হয়, এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবাসিক-অনাবাসিক কওমি মাদ্রাসা বন্ধের অনুরোধ করা হলো৷ এ নির্দেশ পালনে কোনরূপ শৈথিল্য প্রদর্শন করা যাবে না।

এর আগে সকালে কওমী মাদ্রাসাগুলো বন্ধ রাখার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, করোনার দ্বিতীয় ওয়েভ চলছে। হাসপাতালে সিট নেই। অক্সিজেন সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমী মাদ্রাসাগুলোও বন্ধ হওয়া দরকার।

Exit mobile version