Site icon Jamuna Television

ঘুষ, জালিয়াতির মামলায় আদালতে নেতানিয়াহু

ঘুষ, জালিয়াতির মামলায় আদালতে নেতানিয়াহু

ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ চলা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের আদালতে সোমবার শুরু হয় প্রত্যাক্ষদর্শীর জেরা।

গেলো ফেব্রুয়ারিতে এক শুনানিতে আনুষ্ঠানিকভাবে তাকে দোষী সাব্যস্ত করেননি আদালত। এরপর জেরুজালেমের আরেকটি আদালতে শুরু হয় বিচার কাজ।

করোনাভাইরাস বিধিনিষেধ এবং সাধারণ নির্বাচনের কারণে তার বিচার বেশ কয়েকবার পেছানো হয়েছে। এদিন নেতানিয়াহু আবারও দাবি করেন, তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছে। বলেন, সংবাদমাধ্যম, পুলিশ, আইনজীবী ও বিচারকদের ষড়যন্ত্রের শিকার তিনি।

২০১৯ সালে তার বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়।

Exit mobile version