Site icon Jamuna Television

বাদশাহ আব্দুল্লাহর প্রতি আনুগত্য জানিয়ে জর্ডানের প্রিন্স হামজার বিবৃতি সই

বাদশাহ আব্দুল্লাহর প্রতি আনুগত্য জানিয়ে জর্ডানের প্রিন্স হামজার বিবৃতি সই

বাদশাহ আব্দুল্লাহর প্রতি আনুগত্য জানিয়ে বিবৃতি সই করেছেন জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেইন। সোমবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে রাজপরিবার।

দেশের স্বার্থ ও সংবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে লেখা হয় বিবৃতিতে। বাদশাহর চাচা প্রিন্স হাসানের মধ্যস্থতায় প্রিন্স হামজার সাথে ও অন্যান্য যুবরাজদের আলোচনার পর আসে এমন পদক্ষেপ।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নিজেকে গৃহবন্দী দাবি করেন সাবেক ক্রাউন প্রিন্স হামজা। বলেন, সরকারের সমালোচকদের ওপর দমনপীড়নের অংশ হিসেবে আটকে রাখা হয়েছে তাকে।

তবে তার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগ তোলে জর্ডান প্রশাসন। দাবি, ক্ষমতার লোভে বিদেশিদের সাথে মিলে অভ্যুত্থান চেষ্টার ষড়যন্ত্র করছিলেন। যদিও তা আস্বীকার করেন বাদশাহ আব্দুল্লাহর সৎ ভাই হামজা।

Exit mobile version