Site icon Jamuna Television

নিহতের স্বজনদের বিলাপে ভারি হয়ে উঠেছে শীতলক্ষ্যার তীর

নিহতের স্বজনদের বিলাপে ভারি হয়ে উঠেছে শীতলক্ষ্যার তীর

শীতলক্ষ্যায় নিহত স্বজনদের বিলাপে ভারি হয়ে উঠেছে মুন্সীগঞ্জের পরিবেশ। পাড়া মহল্লায় শোকের মাতম।

একেকটি মরদেহ আসার সাথে সাথেই বাড়ছে আহাজারী। লঞ্চ ডুবিতে কেউ হাড়িয়েছেন মা, কেউ ভাই, কেউ বোন, কেউবা স্বামী, সন্তান। এক বছরের শিশুর মরদেহও পৌঁছেছে বাড়িতে। নিহতদের দাহ-দাফনে মোল্লাকান্দি, দেওভোগ, মালপাড়াসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি।

লঞ্চডুবিতে নিহত ৩৪ জনের ২২ জনই মুন্সিগঞ্জের। এদের মধ্যে ১২ জন নারী, ৯ জন পুরুষ ও এক বছরের শিশু রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Exit mobile version