Site icon Jamuna Television

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে এক ব্যক্তি।

শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নেশার টাকা না পেয়ে স্ত্রী মাধবীর সাথে ঝগড়া হয় মিজান নামে এক ব্যক্তির। এরপর সন্ধ্যায় মেঝেতে মাধবী এবং ঝুলন্ত অবস্থায় মিজানের লাশ দেখতে পান প্রতিবেশিরা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিজান।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version