Site icon Jamuna Television

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন পুতিন

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন পুতিন

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ পাকাপোক্ত করলেন ভ্লাদিমির পুতিন। সোমবার স্বাক্ষরিত নতুন আইন অনুযায়ী আরও দুইবার নির্বাচনে লড়তে পারবেন তিনি।

অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদ শেষের পরও মসনদে থাকার সুযোগ তৈরি হলো ৬৮ বছর বয়সী এই নেতার। প্রেসিডেন্ট পদে টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন।

এর আগেও একই পদে ছিলেন দুই দফায়। নতুন আইন অনুযায়ী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না কোনো রুশ প্রেসিডেন্ট। তবে পুতিনের বর্তমান ও আগের মেয়াদকে ধরা হচ্ছে না এ আইনে।

গত মাসে রুশ পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষে পাস হয় আইনটি।

Exit mobile version