Site icon Jamuna Television

কোস্ট গার্ডের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক এক

কোস্ট গার্ডের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক এক

আজ মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান মাওয়া কর্তৃক কান্দিপাড়া মাওয়া পুরাণ ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাওয়া পুরাতন ফেরিঘাট হতে কাঠাঁলবাড়ী এলাকায় গাঁজা পাচার করা হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশন মাওয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী ট্রলারের মধ্যে লাইফ জ্যাকেটের নিচে লুকায়িত অবস্থায় কয়েকটি বস্তা পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত বস্তাগুলো তল্লাশি করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মো. মামুন (২৪) মাদারীপুর জেলার শিবচর থানার মল্লিক কান্দি গ্রামের বাসিন্দা। পরে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত গাঁজা লৌহজং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জন-নিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Exit mobile version