Site icon Jamuna Television

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে আসিয়ান

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে আসিয়ান

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে আসিয়ান। দেশটির চলমান সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা।

বিভিন্ন দেশের পক্ষ থেকে এ প্রস্তাব পাওয়ার পর সংস্থার চেয়ারম্যান দেশ ব্রুনাই এতে সম্মতি দেয়। ইন্দোনেশিয়ার জাকার্তায় বৈঠক আয়োজনে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। মিয়ানমারের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে মালয়েশিয়া ও ব্রুনাই।

এদিকে আসিয়ানের বৈঠক সামনে রেখে দেশব্যাপী সমন্বিত আন্দোলনের ডাক দিয়েছেন মিয়ানমারের বিক্ষোভকারীরা। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এ আন্দোলনের ডাক দেয়া হয়।

Exit mobile version