Site icon Jamuna Television

তুরস্কে উত্তেজনা, সরকারের সমালোচনা করায় ১০ অ্যাডমিরাল গ্রেফতার

তুরস্কে উত্তেজনা, সরকারের সমালোচনা করায় ১০ অ্যাডমিরাল গ্রেফতার

তুরস্কে সরকারি প্রকল্প নিয়ে সমালোচনা করায় গ্রেফতার করা হয়েছে অবসরপ্রাপ্ত ১০ অ্যাডমিরালকে। অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

সম্প্রতি সুয়েজ খালের আদলে ইস্তাম্বুলে একটি খাল খননের প্রকল্পে অনুমোদন দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। উচ্চাভিলাসী প্রকল্পটি আন্তর্জাতিক সমুদ্র আইনের সাথে সাংঘর্ষিক দাবি করে বিবৃতি দেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা। এ বিবৃতিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধান লঙ্ঘন বলে উল্লেখ করে তদন্ত শুরু করে প্রশাসন। তদন্ত চলাকালেই আটক হলেন কর্মকর্তারা।

সরকারের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, কোনো প্রমাণ যাতে ধ্বংস করতে না পারে, সে জন্যই গ্রেফতার করা হয়েছে তাদের। আরও চারজনকে আটকের নির্দেশ দেয়া হলেও বয়স বিবেচনায় ছেড়ে দেয়া হয় তাদের।

Exit mobile version