Site icon Jamuna Television

রংপুরের গঙ্গাচড়ার চরে জমি নিয়ে বিরোধে নিহত ২, আহত ২০

রংপুরের গঙ্গাচড়ার চরে জমি নিয়ে বিরোধে নিহত ২, আহত ২০

রংপুরের গঙ্গাচড়ার চরে খাস জমি নিয়ে বিরোধের জেরে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে ইউপি মেম্বারসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায় জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার নোহালি ইউনিয়নের বাগদোহারা চরে খাস জমি নিয়ে বিরোধ চলছে ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আজিজুল ইসলাম এবং সাবেক মেম্বার সাইফুল ইসলামের মধ্যে। সকালে প্রশাসনের নির্দেশে সরকারি খাস জমি থেকে গম কেটে নিয়ে স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল তার জিম্মায় রাখেন। দুপুরে ওই খাস জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নিহত হন সাবেক মেম্বারের বড় ভাই রিয়াজুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেম্বার আজিজুল ইসলাম।

এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় সংঘর্ষ থামলেও থমথমে অবস্থা বিরাজ করছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় সতর্ক অবস্থানে আছে পুলিশ।

Exit mobile version