Site icon Jamuna Television

ইথিওপিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত কমপক্ষে ১০০

ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে রক্তক্ষয়ী গত ৫ দিন ধরে চলা এক সংঘর্ষে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। দেশটির সোমালি ও আফার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আফার অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার আহমেদ হুমেদ বলেন, গত শুক্রবারে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সোমালির আঞ্চলিক বাহিনীগুলো এ সহিংসতার জন্য দায়ী।

এদিকে সোমালি অঞ্চলের এক মুখপাত্র আলি বেদেল জানান, শুক্রবারে ২৫ জন নিহত হওয়ার পর একই বাহিনীর আক্রমণে মঙ্গলবার অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।

দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচনের আগে ঘটা সর্বশেষ এ সহিংসতা দেখা গেলো।

ইউএইচ/

Exit mobile version