Site icon Jamuna Television

মেক্সিকোতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১৬

মেক্সিকোর সোনোরো এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ১৬ আরোহী। মঙ্গলবারের এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৪ জন।

স্থানীয় প্রশাসন জানায়, ‘নোশে বুয়েনা’ স্বর্ণখনির শ্রমিকদের বহন করছিলো যানগুলো। যার একটি ছোট আকারের ভ্যানের মতো বাস। বলা হচ্ছে, নিহতদের সবাই ওই যানটিতেই ছিলেন। হতভাগ্যদের তিনজন পুরুষ, বাকি সবাই নারী। নিহতরা সবাই মেক্সিকোর নাগরিক এমনটাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে, আহতদের সান ফ্রান্সিসকোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় যান চলাচল।

ইউএইচ/

Exit mobile version