Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় সুন্দরী প্রতিযোগিতার মঞ্চেই কেড়ে নেয়া হলো বিজয়ীর মুকুট (ভিডিও)

শ্রীলঙ্কায় সুন্দরী প্রতিযোগিতার মঞ্চেই কেড়ে নেয়া হলো বিজয়ীর মুকুট

শ্রীলঙ্কায় সুন্দরি প্রতিযোগীতার মঞ্চেই কেড়ে নেয়া হলো বিজয়ীর মুকুট। এ নিয়ে দেশটিতে চলছে তুমুল বিতর্ক।

মিসেস শ্রীলঙ্কা প্রতিযোগিতায় সেরা সুন্দরির খেতাব জিতেছিলেন পুষ্পিকা ডি সিলভা। তবে মুকুট পড়ানোর পর ২০১৯ সালের খেতাব জয়ী দাবি করেন, পুষ্পিকা পুরস্কারের যোগ্য নন। কারণ তার বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপরই মুকুট খুলে প্রথম রানার্সআপের মাথায় পড়িয়ে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়।

মুকুট খোলার সময় মাথায় আঘাত পান পুষ্পিকা, ক্ষোভে মঞ্চ ত্যাগ করেন তিনি। তবে কিছুক্ষণ পরই আয়োজকরা নিশ্চিত করেন, বিবাহ বিচ্ছেদ হয়নি পুষ্পিকার। এ নিয়ে তারা পুষ্পিকার কাছে ক্ষমাও চান।

ভিডিও

Exit mobile version