Site icon Jamuna Television

রাজধানীতে লকডাউনে প্রথম দুই দিনের উল্টো চিত্র আজ, নেই যানজট

রাজধানীতে লকডাউনে প্রথম দুই দিনের উল্টো চিত্র আজ, নেই যানজট

রাজধানীতে লকডাউনে প্রথম দুই দিনের উল্টো চিত্র আজ। যানজট নেই। নেই দুর্ভোগও। সংশ্লিষ্টরা বলছেন লকডাউন কার্যকরে এমন চিত্রই কাঙ্ক্ষিত।

লকডাউন হলেও বেসরকারি অফিস খোলা থাকায় গেলো দুদিন দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। এ অবস্থায় আজ ভোর ছয়টা থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিটি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় সরকার। তবে সড়কে গেলো দুদিনের মত যাত্রী চোখে পড়েনি। লোকজন কম থাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টিও চোখে পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন লকডাউন হওয়ার পর যে চিত্রের দেখা মিলছিলো তা কাঙ্ক্ষিত নয়। লকডাউন কার্যকরে ঘরে থাকতে হবে মানুষকে।

Exit mobile version