Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ দ্রুত বিশ্বের স্বীকৃতি লাভ করেছিল

বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ দ্রুত বিশ্বের স্বীকৃতি লাভ করেছিল

বঙ্গবন্ধুর দূরদর্শিতা আর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণেই বাংলাদেশ দ্রুততম সময়ে সারা বিশ্বের স্বীকৃতি লাভ করেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার পঞ্চম আয়োজনে মন্ত্রী বলেন, স্বাধীনতার মাত্র চার বছরের মধ্যে ১২৩টি দেশ ও ২৭টি আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি বাংলাদেশ পেয়েছিল জাতির জনকের সুনির্দিষ্ট পদক্ষেপের কারণে। ভার্চুয়াল এই আয়োজনে প্রধান আলোচক জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ারুল করিম চৌধুরী।

এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও দেশি বিদেশি কূটনীতিকরা এ আয়োজনে অংশ নেন।

Exit mobile version