Site icon Jamuna Television

ধর্মের নামে বিএনপি-জামায়াত-হেফাজত জ্বালাও পোড়াও ভাঙচুর চালাচ্ছে: হানিফ

ধর্মের নামে বিএনপি-জামায়াত-হেফাজত জ্বালাও পোড়াও ভাঙচুর চালাচ্ছে: হানিফ

ধর্মের নামে বিএনপি-জামায়াত-হেফাজত সারাদেশে জ্বালাও পোড়াও ভাঙচুর চালাচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। নেতাকর্মীদের সরকারের পাশে থেকে প্রতিটি সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহতের আহ্বানও জানান তিনি।

বুধবার সকালে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন করেন তিনি।

হানিফ বলেন, আঘাত এসেছে তাই প্রতিঘাত করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে ছাড় দেয়া হবে না কাউকে। ধর্মের নামে হেফাজত নেতারা অপকর্ম করছেন বলেও মন্তব্য করেন হানিফ। বলেন, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করছে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে।

Exit mobile version