Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবরী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবরী

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শারীরিক জটিলতা এবং করোনা পজেটিভ আসায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, চলতি সপ্তাহে জ্বরে আক্রান্ত হন কবরী। শরীরে ব্যথাও ছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।

সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতারাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি কবরী শুটিং শেষ করেছেন ‘এই তুমি সেই তুমি’ নামের নতুন একটি সিনেমার।

Exit mobile version