Site icon Jamuna Television

মঈন আলীকে নিয়ে করা টুইট সরাতে বাধ্য হলেন তসলিমা নাসরিন

মঈন আলীকে নিয়ে করা টুইট সরাতে বাধ্য হলেন তসলিমা নাসরিন

ক্রিকেটার না হলে জঙ্গী হতেন মঈন আলী-আলোড়ন তোলা এই টুইট সরিয়ে নিতে বাধ্য হলেন তসলিমা নাসরিন। নতুন টুইটে জানিয়েছেন তিনি নাকি ঠাট্টা তামাশা করেছিলেন! তবে তসলিমার এক হাত নিয়েছেন ক্রিকেটার মঈনের বাবা। বলেছেন এমন বক্তব্য বড় আঘাত।

জঙ্গিবাদ.. বিশ্বব্যাপী ঘৃণিত কর্মকাণ্ডের নাম। সেই জঙ্গীবাদের সাথে ইসলামকে জড়িয়ে বিতর্কও কম হয়নি।

এবার সেই জঙ্গিবাদ নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন লেখিকা তসলিমা নাসরিন। তার তোপের মুখে পড়েছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি। বলেছেন- ক্রিকেটার না হলে তিনি জঙ্গী হতেন, আইএসএ যোগ দিতেন। আর সেই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জোফরা আর্চার- বেন ডাকেটসহ অনেকেই। রি-টুইটে ক্ষোভ ঝেড়েছেন।

এমন প্রতিক্রিয়ায় পিছু হটতে বাধ্য হয়েছেন তসলিমা। মুছে ফেলেছেন সেই বিতর্কিত টুইট।

তবে থেমে থাকেনি তার নতুন টুইট। বুধবার আবারো টুইট করে সমালোচনায় ঘি ঢেলেছেন এই লেখিকা। তার কথা জনপ্রিয় বলে মঈন আলীকে কেউ গালি দেয়নি, গালি দিয়েছে তাকে।

এই টুইটের ২৫ মিনিট পরে আরো একটি টুইট করেন তসলিমা। যেখানে তিনি লিখেছেন, মহান মানুষদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করার অনুমতি নেই?


মঈন আলি এই বিষয়ে মুখ না খুললেও তসলিমা নাসরিনকে একহাত নিয়েছেন মঈনের বাবা মুনির আলি। নিজের ছেলেকে নিয়ে এমন মন্তব্যে কষ্ট পেয়েছেন, বিষয়টিকে তিনি দেখছেন বড় আঘাত হিসেবে! বলেছেন তসলিমা নিজেই একজন মৌলবাদী।

Exit mobile version