Site icon Jamuna Television

করোনা থেকে সেরে ওঠার পর এক-তৃতীয়াংশ মস্তিষ্কের রোগে ভোগেন: গবেষণা

করোনা থেকে সেরে ওঠার পর এক-তৃতীয়াংশ মস্তিষ্কের রোগে ভোগেন: গবেষণা

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেরে ওঠা ব্যক্তিদের মধ্যে প্রতি তিন জনের একজন মস্তিষ্কের নানা রোগে ভোগেন। ‘দ্য ল্যানসেট সাইকিয়াট্রি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকেরা বলছেন, করোনায় ৩৪ শতাংশ ব্যক্তির সংক্রমিত হওয়ার ছয় মাসের মধ্যে স্নায়বিক বা মানসিক সমস্যা ধরা পড়ছে। গবেষণায় উঠে এসেছে, সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগেন দুশ্চিন্তায়। এমনকি ১৪ শতাংশের মধ্যে দেখা যায় রাগজনিত সমস্যা। আক্রান্তের পর হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা এই সমস্যায় বেশি পড়ছেন। কমপক্ষে ২ লাখ ৩৬ হাজারের বেশি করোনা রোগীর ইলেকট্রনিক স্বাস্থ্যগত তথ্য গবেষণা করে এই প্রতিবেদ ন প্রকাশ করা হয়।

Exit mobile version