Site icon Jamuna Television

হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে আরও দুই মামলা

হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে আরও দুই মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করে দুটি মামলা হয়েছে। মামলায় হেফাজতের আরও ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার বিকেলে পুলিশ বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দুটি দায়ের করে। এতে হামলা-ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

এছাড়া সন্ত্রাস দমন আইনে অপর মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় এখন পর্যন্ত হেফাজতের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Exit mobile version