Site icon Jamuna Television

দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু আজ

আজ শুরু হবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হবে আজ থেকে।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৩ হাজার ২৮ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৯৮০ জন, নারী ৫ হাজার ৪৮ জন। চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সারা দেশে টিকা কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।

বুধবার পর্যন্ত সারা দেশে করোনার ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন, নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। এ পর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে ৯৩৯ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন।

Exit mobile version