Site icon Jamuna Television

মাঝ নদীতে ফেরিতে আগুন, পুড়ে গেছে ৮টি ট্রাক

ফেরিতে মাঝ নদীতে আগুন, পুড়ে গেছে ৮টি ট্রাক

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কলমিলতা ফেরিতে মাঝ নদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে।

ভোর ৪টার দিকে সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ১৬টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে কলমিলতা নামের একটি ফেরি ভোলার ইলিনশার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। একঘণ্টা পর ভোলার চর ও মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে গেলে ফেরিতে আগুন ধরে যায়। একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ বিআইডব্লিউটিএ’র সদস্যরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Exit mobile version