Site icon Jamuna Television

৩০ এর কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দিবে না যুক্তরাজ্য

৩০ এর কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দিবে না যুক্তরাজ্য

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধার ঘটনা বিরল। বুধবার ইউরোপীয় ইউনিয়ন প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

ইউরোপীয় মেডিসিন এজেন্সি-ইএমএ জানায়, রক্ত জমাট বাধা বিবিন্ন বয়সের ৮৬ জনের ওপর গবেষণা চালানো হয়েছে। তবে কোন বয়স লিঙ্গ কিংবা কোন ধরনের শারীরিক জটিলতায় ভোগা মানুষ বেশি ঝুঁকিতে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি গবেষকরা।

অবশ্য রক্ত জমাট বাঁধা যে ৮৬ জনের ওপর গবেষণা চালানো হয় তাদের বেশিরভাগই ৬০ বছরের কম বয়সী নারী। এদিকে সতর্কতা হিসেবে ৩০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

Exit mobile version