Site icon Jamuna Television

কারাবন্দি নাভালনির শারীরিক অবস্থার আরও অবনতি

কারাবন্দি নাভালনির শারীরিক অবস্থার আরও অবনতি

রাশিয়ায় কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ধীরে ধীরে অনুভূতি হারিয়ে ফেলার পথে তার হাত ও পা। বুধবার এ দাবি করেন তার আইনজীবী।

নাভালনির সাথে সাক্ষাতের পর জানান, হাঁটতে পারলেও তীব্র ব্যাথা অনুভব করছেন নাভালনি। মাঝেমাঝেই অবশ হয়ে যাচ্ছে পা। এখনই সঠিক চিকিৎসা না পেলে, হাত, পা ও কব্জি স্থায়ীভাবে অনুভূতি হারিয়ে ফেলতে পারে। বেশ কিছুদিন ধরেই জ্বর, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছেন নাভালনি। চলতি সপ্তাহের শুরুতে কারাগারের সিক বেডে স্থানান্তর করা হয় তাকে। তবে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ তার। সঠিক চিকিৎসার দাবিতে গত সপ্তাহে অনশন শুরু করেন তিনি। নাভালনির শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version