Site icon Jamuna Television

করোনার মধ্যেও জীবন জীবিকা চালিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

করোনার মধ্যেও জীবন জীবিকা চালিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

করোনার মধ্যেও জীবন জীবিকা চালিয়ে নিতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, মানুষের জীবন বাঁচাতে ভবিষ্যতে কিছু কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মের। সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে যেন বাংলাদেশের সম্মান ক্ষুন্ন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version