Site icon Jamuna Television

প্রশ্নফাঁস বন্ধে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস কোনোভাবেই ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ। প্রায় প্রতিটি পরীক্ষার পরপরই দেখা গেছে সকালে বা আগের রাতে ফাঁস হওয়া প্রশ্নের সাথে পরীক্ষার হলের প্রশ্ন হুবহু মিলে গেছে। এই অপকর্ম ঠেকাতে তাই এবার ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি সূত্র জানায়, নির্দেশের আওতায় শুধু মোবাইল ইন্টারনেটের গতি সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা কমিয়ে দিতে বলা হয়েছে। আজ রোববার সকাল ৯টায় মৌখিকভাবে এই আদেশ জারি করা হয়। এরপর সকাল সাড়ে ৯টা থেকে মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেটের গতি কমে আসে।

তবে লিখিত কোনো আদেশ এখনো জারি হয়নি বলে সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা যমুনা টিভিকে জানিয়েছেন। বাকি পরীক্ষাগুলোর আগেও এমন উদ্যোগ নেয়া হবে কিনা তাও নিশ্চিত করে বলতে পারেননি তারা।

ইন্টারনেট গেটওয়ে ফাইবার এটোম এর প্রধান কর্মকর্তা সুমন আহমেদ সাবির যমুনা টেলিভিশনকে জানান, সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ইন্টানেটে মোবাইল অপারেটরের ট্রাফিক একেবারেই কমে গিয়েছিলো। ১০টার পর আবার স্বাভাবিক হয়।

ইন্টারন্টে সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি এমএ হাকিম বলেন, ব্রন্ডব্যান্ড সার্ভিস বন্ধে কোনো নির্দেশনা ছিলো না।

অবশ্য ইন্টারনেটের গতি কমিয়ে প্রশ্ন ফাঁস বন্ধের এই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ থাকছেই।

Exit mobile version