Site icon Jamuna Television

শ্রীলঙ্কা টেস্ট দলে রাখা হচ্ছে না রিয়াদকে!

এখনও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সাকিবের অনুপস্থিতেতে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে রাখার কথা ছিলো মাহামুদউল্লাহ রিয়াদকে। কিন্তু সেটি আর হচ্ছে না। ইনজুরির কারণে টাইগারদের সিনিয়র ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়েই নাকি দল ঘোষণার কথা ছড়িয়েছে ক্রিকেট পাড়ায়।

তবে করোনার কারণে বড় দল ঘোষণা করবে বিসিবি। হঠাৎ কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে যেন ব্যাকআপ দিতে পারে, এসব কথা মাথায় রেখেই ঘোষণা করা হবে দল।

Exit mobile version