Site icon Jamuna Television

বাংলাদেশ ইজ অল অ্যাবাউট ব্লেইম: মাশরাফী

ঘরোয়া ক্রিকেটে বাজে আম্পায়ারিং নিয়ে নানা সময় হয়েছে নানা কথা। কখনও কখনও গুঞ্জন উঠেছে অর্থের বিনিময়ে আম্পায়াররা ম্যাচে সিদ্ধান্ত দেয় বিশেস কোন দলের পক্ষে। বিশেষ করে ঢাকা আবাহনীর উপরই এসব বিষয়ে আঙ্গুল উঠেছে বুহুবার।

ঘরোয়া লিগে মাশরাফী খেলেছেন ঢাকা আবাহনীর হয়ে তার কাছে এসব বিষয় নিয়ে জানতে চাইলে যমুনা টেলিভেশনকি তিনি বলেন, বাংলাদেশ ইজ অল অ্যাবাউট ব্লেইম।

এমন ঘটনা যে ঘটেনি তা না বাট যেভাবে বলা হতো সেভাবে ঘটে না। আমি নিজে ঢাকা আবাগনীর হয়ে খেলেছি অনেক সময় আম্পায়ররা আমাদের বিরুদ্ধে ভূল আউট দিয়ে দিয়েছে। এখন বাইরে থেকে এমন মনে হতেই পারে, আবাহনী বড় দল তাদের টাকা পয়সা বেশি তাই তারা ভালো খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে দল গুছাতে পারে। তাই তারা চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ দলের তিন ফরম্যাটে তিন অধিনায়ক রেয়েছে এই ব্যাপারে মাশরাফী বলেন, বিসিবিকে আসলে সিদ্ধান্ত নিতে হবে কোন ফরম্যাটে কাকে অধিনায়ক রাখবে। সাকিবকে কোন ফরম্যাটে রাখবে, রিয়াদকে কোথায় ও তামিমকে কোথায়। আসলে হিউম্যান ম্যানেজম্যান্ট পাওয়ার যার বেশি তাকেই অধিনায়ক রাখা উচিত।

Exit mobile version