Site icon Jamuna Television

ঢাকা আবাহনীকে ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছে এএফসি

এএফসি কাপের প্লে অফ ম্যাচের আয়োজক হতে হচ্ছে আবাহনী লিমিটেডকে। আগামী ১৪ এপ্রিল দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের নির্দেশনা দিয়েছে এএফসি।

অথচ করোনা সংকটের কারণে এসময়ে ম্যাচ আয়োজনে আগ্রহী ছিলো না ক্লাবটি। দেশে চলমান লকডাউন ও সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় বাফুফের মাধ্যমে এএফসিকে লিখিত অনুরোধও জানিয়েছিলো আবাহনী।

কিন্তু ১৪ এপ্রিল ঢাকাতেই ম্যাচ আয়োজনের কথা জানায় এশিয়ান ফুটবল কনফেডারেশন। ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। এই ম্যাচে জয় পেলে পরবর্তী রাউন্ড খেলতে আগামী ২১ এপ্রিল ভারত যেতে হবে আবাহনীকে।

Exit mobile version