Site icon Jamuna Television

জেল আরাম আয়েশের জায়গা না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মর্যাদা অনুযায়ী যতটুকু সুবিধা পাওয়ার ততটুকু পাবেন। যেখানে তাকে রাখা হয়েছে সেখানে সকল সুযোগ সুবিধা সব আছে। তবে জেল আরাম আয়েশের জায়গা না।

খালেদা জিয়ার ডিভিশন পাওয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনও আক্ষরিক অর্থে ডিভিশন না পেলেও ডিভিশনের চেয়ে খারাপ অবস্থায় নেই তিনি। তাকে কোনো ধরনের অসম্মান বা অমর্যাদা করা হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওয়ান ইলেভেনের সময় যখন দুই নেত্রীকে মাইনাস করার চেষ্টা করা হয় তখন কাউকেই ব্যক্তিগত পরিচারিকা দেয়া হয়নি। ব্যক্তিগত পরিচারিকা দেয়ার বিষয়টি জেলকোডে নেই।

এদিকে আজ সকালে খালেদা জিয়ার জন্য জেলে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী। এরপর শুনানি শেষে জেলকোড অনুসারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত।

Exit mobile version