Site icon Jamuna Television

আগ্নেয়াস্ত্রের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশ জারি

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নির্বাহী আদেশ জারি করলেন, প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার, হোয়াইট হাউসের সংবাদ বিবৃতিতে জানান- লাগাম টানা হবে দেশে উৎপাদিত ‘ঘোস্ট গান’ক্রয়বিক্রয়ে।

প্রেসিডেন্ট বলেন, দেশে আগ্নেয়াস্ত্র সহিংসতা এমন মাত্রায় গেছে যা মহামারিকেও হার মানায়। এটি বিশ্ব পরিমণ্ডলে দেশের জন্য লজ্জাজনক। জারিকৃত নির্বাহী আদেশ অনুসারে, তথাকথিত আগ্নেয়াস্ত্র কমাতে কি উদ্যোগ গ্রহণ করা সম্ভব সেই পরিকল্পনা প্রণয়নে বিচার বিভাগকে ৩০ দিন সময় দেয়া হয়েছে। এরমধ্যে, ঘরোয়া পদ্ধতিতে বানানো অস্ত্রের তালিকা তৈরি করতে হবে।

‘ঘোস্ট গান’ হিসেবে পরিচিত অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা- তাতে কোন সিরিয়াল নম্বর থাকে না। ক্রয়বিক্রয়ের জন্য প্রয়োজন পরে না লাইসেন্সের। যারফলে, ব্যবহারকারীকে শনাক্ত করা দুরহ। অপরাধের ক্ষেত্রে এ অস্ত্রগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কংগ্রেসে আগ্নেয়াস্ত্র বিধিমালা বহুমুখী সংকট পড়বে, এ কারণেই নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট।

Exit mobile version