Site icon Jamuna Television

আবারও বাবা হলেন গ্রিজম্যান, তিন সন্তানের জন্মতারিখ একই!

আবারও বাবা হলেন গ্রিজম্যান, তিন সন্তানের জন্মতারিখ একই!

তৃতীয় সন্তানের বাবা হলেন ফ্রান্স ও বার্সেলোনা ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান। মজার বিষয় হলো তার তিন সন্তানের জন্মের তারিখ একই!

৮ এপ্রিল রাতে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন গ্রিজম্যান। ২০১৬ সালের ৮ এপ্রিল প্রথম সন্তানের বাবা হন গ্রিজম্যান, ২০১৯ সালে একই তারিখে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান। তাদের প্রথম সন্তানের নাম মিয়া গ্রিজম্যান, দ্বিতীয় সন্তান আমারো গ্রিজম্যান এবং তৃতীয় সন্তানের নাম রেখেছেন আলবা গ্রিজম্যান। বিষয়টি টুইট করে নিজেই জানিয়েছেন বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

এদিকে একই তারিখে তিন সন্তানের জন্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভক্তদের খুনসুটি।

Exit mobile version