Site icon Jamuna Television

করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার: ফখরুল

করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার: ফখরুল

সরকারের উদাসীনতা ও সমন্বয়হীনতার কারণেই করোনা পরিস্থিতি দিনকে দিন আরও জটিল হচ্ছে। এমন অভিযোগ করেছেন – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে স্বাস্থ্য পৌঁছে দেয়ার বদলে লুটপাটে ব্যস্ত রয়েছে সরকার।

করোনা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা। হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না মানুষ। টেস্ট করাতে গিয়েও নানা রকম ভোগান্তিতে পড়ছেন।

মির্জা ফখরুল বলেন, দ্বিতীয় ধাপে করোনার জন্য সরকার কোনো রকম প্রস্তুতি নেয়নি লেই আজ হাসপাতালে গুলোতে আইসিইউ ও অক্সিজেনের সংকট। অযথাই বিএনপির সমালোচনা না করে জনগণের সুরক্ষা নিশ্চিতে সর্বদলীয় সমন্বয় কমিটি করার আহ্বান জানান মির্জা ফখরুল।

Exit mobile version