Site icon Jamuna Television

৩ হাজার বছর পুরোনো স্বর্ণ শহর আতেনের সন্ধান মিললো মিশরে

৩ হাজার বছর পুরোনো স্বর্ণ শহর আতেনের সন্ধান মিললো মিশরে

মিসরে ৩ হাজার বছরের প্রাচীণ ‘স্বর্ণ শহর- আতেন’ এর সন্ধান পাওয়া গেলো। বৃহস্পতিবার এ ঘোষণা দেন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াস।

আখ্যা দেন, ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর এটাই মিসরের সবচেয়ে বড় সাফল্য। জানান, লুক্সর শহরের কাছেই মাটির নীচে মিলেছে প্রাচীন মিসরের সবচেয়ে বড় নগরীটি। যা ফারাও তৃতীয় আমেনহোটেপের শাসনামল থেকে তুতেন খামেন এবং আই’য়ের রাজত্বকাল পর্যন্ত ব্যবহৃত হয়। গয়না, রঙ্গীন তৈজসপত্র, গুবরে পোকার তাবিজ এবং কাদামাটির ইট থেকে শাসনকাল নির্ধারণ করেছেন পুরাতাত্ত্বিকরা।

গেলো বছরের সেপ্টেম্বরে কাজ শুরু করে দলটি। ৭ মাসের খাটুনিতে খুঁজে পান বেকারি, প্রশাসনিক ভবন’সহ লোকালয়।

ধারণা করা হয়, ইউফেট্রিস নদী থেকে সুদান পর্যন্ত ছিলো সম্রাট তৃতীয় আমেনহোটেপের রাজত্ব। যা টানা ৪ দশক শাসন করেন এই ফারাও।

Exit mobile version