Site icon Jamuna Television

লাখ লাখ জেলিফিশ হানা দিয়েছে ইতালির ত্রিয়েস্তে শহর (ভিডিও)

লাখ লাখ জেলিফিশ হানা দিয়েছে ইতালির ত্রিয়েস্তে শহর

ঘরের বাইরে পা বাড়ালেই জেলি ফিশ! সম্প্রতি ইতালির ত্রিয়েস্তে শহরের বাসিন্দারা এমনই বিরল দৃশ্যের সাক্ষী হলেন।

করোনার বিস্তাররোধে বন্দর নগরীটিতে চলছে লকডাউন। পানিতেও বন্ধ নৌযানের চলাচল। এ কারণে শহরের উপকূলে ভেসে আসে লাখো ‘রাই-জেস-টোমা পালমো’ প্রজাতির প্রাণীগুলো। খালগুলো হয়ে উঠে গোলাপি। এগুলো ভূমধ্যসাগরে পাওয়া সবচেয়ে বড় আকারের জেলিফিশ।

প্রাণীবিদদের মতে, পানিতে স্থিরতা থাকায় এবং খাবারের খোঁজেই ভেসে উঠেছে জেলিফিশের এ বহর।

ভিডিও

Exit mobile version