Site icon Jamuna Television

নাটোরের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের বড়াইগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে আবারও ঝড়ো বাতাসের সাথে শিলাবৃষ্টি হয়েছে। এরমধ্যে বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া, ভবানীপুর, হারোয়া, গড়মাটিসহ কয়েকটি এলাকায় টানা প্রায় ২৫ মিনিটের শিলাবৃষ্টিতে আম, লিচু, বাঙ্গি, তরমুজ ও বোরো ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার আগ মুহূর্তে গুমোট মেঘলা আকাশ বদলে দেয় আবহাওয়া। ঝড়ের সাথে শুরু হয় শিলাবৃষ্টি। তবে জেলা সদরসহ অন্যান্য এলাকায় দমকা ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার জানান, শনিবার সরেজমিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।

Exit mobile version