Site icon Jamuna Television

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: কার্গো জাহাজের ৫ স্টাফের ২দিন করে রিমান্ড

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: কার্গো জাহাজের ৫ স্টাফের ২দিন করে রিমান্ড

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতারকৃত ১৪ আসামির মধ্যে নাবিক, চালকসহ ৫ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপর নয় আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। শুক্রবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে আসামিদের হাজির করেন নৌ-থানা পুলিশ। পাঁচজনের সাত দিন করে রিমান্ডের আবেদন করে তারা। শুনানি শেষে ৫ জনের ২ দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। সেইসাথে বাকী নয় আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Exit mobile version