Site icon Jamuna Television

বাড়ছে বিক্ষোভ, বেলফাস্টের রাজপথে জ্বলছে আগুন

বাড়ছে বিক্ষোভ, বেলফাস্টের রাজপথে জ্বলছে আগুন

যুক্তরাজ্যের সাথে বাণিজ্যে কড়াকড়ির জেরে এখনও বিক্ষোভে উত্তাল উত্তর আয়ারল্যান্ড। শুক্রবারও ব্যাপক সহিংসতা হয় বেলফাস্টের রাজপথে।

প্রিন্স ফিলিপের মৃত্যুর কারণে আন্দোলন স্থগিতের আহ্বান জানানো হলেও, পথে নামে যুক্তরাজ্যপন্থিরা। সকাল থেকেই মোতায়েন করা হয় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। ব্রেক্সিটের প্রভাব নিয়ে ক্ষোভ ঝাড়ে আন্দোলনকারীরা। একাধিক গাড়িতে দেয়া হয় আগুন। কিছু কিছু এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও পেট্রোল বোমাও ছোঁড়া হয়।

ব্রেক্সিটের জেরে যুক্তরাজ্যের মূল ভূখন্ডের সাথে উত্তর আয়ারল্যান্ডের বাণিজ্যিক সম্পর্কের মাঝে দেখা দেয় বেশ কিছু বিধিনিষেধ। প্রতিবাদে গত সপ্তাহ থেকেই চলছে জোরালো বিক্ষোভ। সম্প্রতি আহত হন বেশ কয়েকজন কর্মকর্তা।

Exit mobile version