Site icon Jamuna Television

করোনায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু

করোনায় পরিবেশ অধিদফতেরর মহাপরিচালকের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৩ মার্চ থেকে রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।

ড. এ কে এম রফিক আহাম্মদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব ও পরিবেশ অধিদফতরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Exit mobile version