Site icon Jamuna Television

আইপিএলের জন্য প্রস্তুত মোস্তাফিজ

আইপিএলে মোস্তাফিজের রেকর্ড বেশ ভালো। প্রথম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমেই করেছিলেন বাজিমাত। ২০১৬ সালে ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নিয়ে দলের শিরোপা জয়েও রাখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরের আসরে খেলেছিলেন মাত্র ১ ম্যাচ।

২০১৮ সালে ৭ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। ২০২১ সালে আবারও আইপিএল মিশনে নামতে প্রস্তুত টাইগার পেসার দ্যা ফিজ। এবার তিনি ঘর বেধেছেন রাজস্থান রয়্যালসের সাথে।

৯ এপ্রিল থেকে আইপিএল মাঠে গড়ালেও রাজস্থানের আইপিএল মিশন শুরু হবে ১২ এপ্রিল। আর তার প্রস্তুতিই শেষ করেছেন মোস্তাফিজ। তার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে রাজস্থানের ক্যাপ পড়ে ছবি পোস্ট করে লিখেছেন ‘রেডি ফর দ্যা টুর্নামেন্ট’। যদিও আইসোলিশনে থাকায় প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।

Exit mobile version