Site icon Jamuna Television

করোনা নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ান, বিএনপিকে কাদের

করোনা নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ান, বিএনপিকে কাদের

করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহবান জানান তিনি।

আজ শনিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি বিএনপিকে এই আহবান জানান। বিএনপি করোনার টিকা নিয়ে অপরাজনীতি করেছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এখন বিএনপি লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উস্কানি দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উস্কানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। বিএনপি অপকৌশল করে সম্মুখসারির যোদ্ধাদের মনোবলে চিড় ধরাতে চায়, কিন্তু তারা সফল হবে না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

Exit mobile version