Site icon Jamuna Television

আলিবাবা’কে প্রায় ২৫ হাজার কোটি টাকা জরিমানা

আলিবাবা'কে প্রায় ২৫ হাজার কোটি টাকা জরিমানা

ই-কমার্স ব্যবসার জায়ান্ট আলিবাবা-কে রেকর্ড ২৮০ কোটি ডলার জরিমানা করলো চীন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ হাজার কোটি টাকা। বাজারে একচেটিয়া অবস্থান তৈরির অভিযোগে এ জরিমানা করে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা।

ডিসেম্বর থেকেই আলোচিত ধনকুবের জ্যাক মা’র প্রতিষ্ঠান আলিবাবা’র বিরুদ্ধে তদন্ত করছিলো বেইজিং।

শনিবার বিবৃতিতে জানানো হয়, অনলাইন জগতে নিজেদের আধিপত্য কাজে লাগিয়ে চীনে প্রতিদ্বন্দ্বি প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেয়নি আলিবাবা। অন্য কোনো প্ল্যাটফর্মে পণ্য বিক্রিতেও বাধা দেয় তারা। এর শাস্তি হিসেবে আলিবাবার বার্ষিক আয়ের ৪ শতাংশ বা ২৮০ কোটি ডলার জরিমানা করা হয় হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ হাজার কোটি টাকা।

চীনের ইতিহাসে রেকর্ড এ জরিমানা মাথা পেতে নেয়ার কথা জানিয়েছে আলিবাবা। চীনে ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণের সমালোচনা করে সরকারের রোষানোলে পড়েন জ্যাক মা। মাঝে কিছুদিন লোকচক্ষুর আড়ালেও ছিলেন তিনি।

Exit mobile version